পড়ো!

তোমার

প্রভুর নামে

যিনি তোমাকে সৃষ্টি করেছেন

সূরা আলাক : ১

01

03

তাদের (ধনীদের)!

ধন-সম্পদ

রয়েছে।

বঞ্চিতদের হক(প্রাপ্য)!

সূরা - যারিয়াত, ৫১ঃ১৯

02

03

কারো মৃত্যু হবে না।

আল্লাহর অনুমতি ছাড়া

কেননা...

তার মেয়াদ অবধারিত

সূরা আল-ইমরান, ৩ঃ১৪৫

03

03

আলোকবর্তিকা

সম্পর্কে

সময়ের প্রয়োজন বিবেচনা করে কুরআন-সুন্নাহ ও দ্বীনী ইলম চর্চায় নতুন গতির সঞ্চার ও মানুষের মাঝে বহুমুখী যোগ্যতা তৈরি আলোকবর্তিকার প্রধান লক্ষ্য।

সেই সাথে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, আইম্মায়ে দ্বীন তথা আহলুস সুন্নাহ ওয়াল-জামাআতের স্বীকৃত নীতি অনুযায়ী কুরআন-সুন্নাহর সহীহ-শুদ্ধ ব্যাখ্যা ও ইসলামের বাণী জনগণের নিকট পৌঁছে দেওয়া এবং দ্বীনের প্রচার-প্রসার ও দ্বীনী শিক্ষা বিস্তারে সর্বস্তরের মানুষের মাঝে ধর্ম ও ধর্মীয় শিক্ষার অনুকলে ইতিবাচক মনোভাব তৈরির প্রয়াস মারকাযের কর্মসূচিতে বিশেষভাবে শামিল।


কেন আপনি...

অর্থসহ কোরআন পড়বেন/শিখবেন!

ইসলাম আমাদের শিষ্টাচার শেখায়, সুন্দর সুশৃঙ্খল পথের দিশা দেয়, সব ধরনের জাহেলিয়াত, খারাপ দিক থেকে মুক্তি দিয়ে প্রশান্ত জীবনের দিকনির্দেশনা দেয়। কোরআনের শিক্ষা মানেই সরাসরি আল্লাহ প্রদত্ত শিক্ষা। তাই যেহেতু কোরআনে কারিম আমাদের জীবনের সঠিক গাইড লাইন দেয়। সে জন্যে অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে।

তাই ছোট পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আমরা চাইলে অল্প অল্প করে শিখে নিতে পারি। যেমন নামাযের বিভিন্ন স্থানে যেসব আয়াত, দোয়া এবং তাসবীহ আমরা নিয়মিত পাঠ করি সেগুলো যদি আমরা অর্থসহ বুঝে পাঠ করতে পারি তবে কিন্তু একটা পরিপূর্ন নামাজ আমরা আদায় করতে পারব ইনশাআল্লাহ্‌ ! 

কুরআন পাঠের ফজিলত -1
12-circle

আস-সালামু আলাইকুম। নামাজ পড়ার সময় আমরা নিয়ম অনুযায়ী সকল পদ্ধতি অনুসরণ করি এবং নামাযের বিভিন্ন স্থানে যেসব আয়াত, দোয়া এবং তাসবীহ আমরা নিয়মিত পাঠ করি বা রাসুল (সাঃ) পাঠ করতেন, তার অর্থ না জানার ফলে আমরা অনেকেই নামাযে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না। এখানে তার কিছু অর্থসহ ব্যাখ্যা দেয়া হল। ইনশাল্লাহ, আমার মুসলিম ভাই-বোনেরা এ থেকে উপকৃত হবে।