আলোকবর্তিকা

শুরু থেকে...

সময়ের প্রয়োজন বিবেচনা করে কুরআন-সুন্নাহ ও দ্বীনী ইলম চর্চায় নতুন গতির সঞ্চার ও মানুষের মাঝে বহুমুখী যোগ্যতা তৈরি আলোকবর্তিকার প্রধান লক্ষ্য।

সেই সাথে সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, আইম্মায়ে দ্বীন তথা আহলুস সুন্নাহ ওয়াল-জামাআতের স্বীকৃত নীতি অনুযায়ী কুরআন-সুন্নাহর সহীহ-শুদ্ধ ব্যাখ্যা ও ইসলামের বাণী জনগণের নিকট পৌঁছে দেওয়া এবং দ্বীনের প্রচার-প্রসার ও দ্বীনী শিক্ষা বিস্তারে সর্বস্তরের মানুষের মাঝে ধর্ম ও ধর্মীয় শিক্ষার অনুকলে ইতিবাচক মনোভাব তৈরির প্রয়াস মারকাযের কর্মসূচিতে বিশেষভাবে শামিল।